অপিনিহিতি কাকে বলে? অপিনিহিতি কথার অর্থ কি? অপিনিহিতি এর উদাহরণ

অপিনিহিতি কাকে বলে?

শব্দের মধ্যে 'ই' বা 'উ' থাকলে সেই 'ই' বা 'উ' কে আগেই উচ্চারণ করে ফেলার রীতিকে অপিনিহিতি বলা হয়।

শব্দ মধ্যস্থ বা উ-কে তার স্বাভাবিক স্থানের অব্যবহিত পূর্ববর্তী স্থানে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে।

তবে শব্দের যেকোনো স্থানে অবস্থিত ই বা উ-তে অপিনিহিতি ঘটে না। ই বা উ যখন ব্যঞ্জনের পরে থাকে, তখনই অপিনিহিতি হবার সম্ভাবনা থাকে।

পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। যেমন- আজি > আইজ, সাধু > সাউধ।

অপিনিহিতি কথার অর্থ কি?

অপিনিহিতি কথার অর্থ হল পূর্বে স্থাপন। অপিনিহিতিতে ই বা উ স্বরকে পূর্বে স্থাপন করা হয়। বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা এখন অপিনিহিতির ধারণাটি স্পষ্ট করে বুঝে নিবো।



অপিনিহিতি এর উদাহরণঃ

  • আজি > আইজ, কালি > কাইল
আজি > আইজ; এই উদাহরণটিকে আমরা ভেঙ্গে দেখবো, ই স্বরধ্বনি কিভাবে এর ঘর মাত্র এগিয়ে গেছে।
আ + জ্ + ই > আ + ই + জ্
বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে 'ই' স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না।
  • সাধু > সাউধ, আশু > আউস
  • রাখিয়া > রাইখা, বাক্য > বাইক্য
  • সত্য > সইত্য, চারি > চাইর
  • মারি > মাইর, লক্ষ > লইক্ষ
  • কন্যা > কিইন্যা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url