মেহেদির রঙ কীভাবে গাঢ় হয়

রাতে ঘুমাতে যাওয়ার ২ বা ৩ ঘণ্টা আগে হাতে মেহেদি দিতে হয়। তাহলে সারা রাত ধরে মেহেদি শুকাতে পারে।
মেহেদি
মেহেদি লাগানো হলে, মেহেদি একটু একটু করে শুকাতে শুরু করবে। তখন একটি পাত্রে সামান্য লেবুর রস আর চিনি মিশিয়ে তুলার বল বানিয়ে তা দিয়ে হাতে মিশ্রণটি লাগাতে হবে। মেহেদির ওপর অযথা ঘষাঘষি করা যাবে না।

  • লেবুর রস মেহেদির রঙটা ভালোভাবে মেহেদির পেষ্ট হতে বের হতে সাহায্য করে।
  • চিনি মেহেদির রঙকে স্থায়ী করতে সাহায্য করে।
  • অন্তত ৮ ঘণ্টা হাতে পানি লাগাবেন না।
  • যত দেরিতে হাতে পানি লাগানো যাবে মেহেদির রঙ ততো গাঢ় হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url