বাথরুমকে জীবাণুমুক্ত রাখার উপায়

ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে বাথরুমে। তাই বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখা ভালো -


  • যতোটা সম্ভব বাথরুমকে শুকনো রাখতে হবে।
  • বাথরুমকে সবসময় বন্ধ করে না রাখাই ভালো।
  • বাথরুমে আলাদা স্যান্ডেল রাখা উচিত।
  • যতোটা সম্ভব বাথরুমে আলো প্রবেশ করতে দেওয়া।
  • সপ্তাহে অন্তত একদিন বাথরুমের টাইলস, কমোড ও বেসিন পরিষ্কার করা উচিত।
  • বেসিনের হলুদভাব দূর করতে অর্ধেক লেবু নিয়ে ভালো করে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন, বেসিন ঝকঝক করবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url