খুব প্রয়োজনীয় অসাধারণ কিছু স্বাস্থ্য টিপস

স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য রক্ষায় কিছু টিপস মেনে চলুন--------

  • টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে রোদে জ্বলা ভাব কমে যাবে।
  • মুখের ব্রণ আপনার সুন্দর্য নষ্ট করে। এক্ষেত্রে রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর, ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।
  • কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান।
  • যাদের হাত প্রচুর ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ।
  • ঠোটেঁ কালো ছোপ পড়লে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে।
  • হাঁপানিতে পেঁয়াজ খাবেন। শ্বাসনালীর সংকোচন রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে।
  • স্ট্রোক প্রতিরোধ চা খান। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনীর গাত্রে ফ্যাট জমতে পারে না। ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।
  • হাত পায়ের সৌন্দর্য অক্ষুন্ন রাখতে হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশী ফর্সা দেখাবে।
  • পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়।
  • পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন।
  • সমপরিমান তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।
  • ঠান্ডা লাগলে রসুন খাবেন।
  • পেটের পীড়ায় খেতে পারেন কলা, আদা।
  • আদা মর্নিং সিকনেস এবং বমি বমিভাব দূর করে।
  • অনিদ্রার সমস্যায় মধু কার্যকর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url