স্পর্শ কোণ কাকে বলে?

স্পর্শ কোণ কাকে বলে?

কঠিন তরল স্পর্শ বিন্দুতে তরল পৃষ্ঠের স্পর্শক তরলের ভিতরে কঠিনের পৃষ্ঠের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে স্পর্শকোণ বলে।

যদি কঠিন ও তরল পদার্থের স্পর্শ বিন্দু হতে বক্রাকার তরল তলে কোন স্পর্শক টানা যায় তবে স্পর্শকটি কঠিন পৃষ্ঠের সাথে তরলের ভিতরে যে কোণ সৃষ্টি করে তাকে স্পর্শ কোণ বলে।


একটি বিকারে তরল পদার্থ নিয়ে এর মধ্যে একটি কাচের দণ্ড ডুবালে, তরল পদার্থ যেখানে কঠিন পদার্থকে স্পর্শ করে সেখানে পৃষ্ঠতল বেঁকে যায়। তরলে অণুর মধ্যে সংসক্তি বল তরলকে অনুভূমিক রাখার চেষ্টা করে। কিন্তু আসঞ্জন বল তরল পৃষ্ঠকে উপরে উঠাতে বা নিচে নামাতে চেষ্টা করে। আসঞ্জন বল সংসক্তি বল অপেক্ষা বৃহত্তর হলে স্পর্শ কোণ স্থূল হবে অর্থাৎ তরলের পৃষ্ঠ বেঁকে নিচে নেমে যাবে।

আবার তরল যদি কাঁচ দন্ডটিকে ভিজায় অর্থাৎ তরলটি যদি পানি হয় তবে তা কাচ দন্ডের গা বেয়ে উপরে উঠবে, তরল যদি কাচ দন্ডটিকে না ভিজায় অর্থাৎ তরটি যদি পারদ হয় তবে তা নিচে নেমে আসে।

তরল কঠিন কাচ দন্ডকে ভিজালে স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয় অর্থাৎ 90° এর কম হয় আর তরল কঠিন কাচ দন্ডটিকে না ভিজালে স্পর্শ কোণ স্থূল কোণ অর্থাৎ 90° থেকে 180° এর মধ্যে হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url