চক্রগতির ব্যাসার্ধ কী?

চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে?

কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক, ঐ নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ঐ নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

অন্যভাবে, ঘূর্ণায়মান কোন দৃঢ় বস্তুর ভর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত বলে ধরা যায় যাতে একটি নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ঐ কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক একই অক্ষ সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয়। তাহলে এ নির্দিষ্ট অক্ষ থেকে বিন্দুটির দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

চক্রগতির ব্যাসার্ধের এককঃ মিটার (m)

চক্রগতির ব্যাসার্ধের মাত্রাঃ L

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url