প্রাসের গতিপথ কেমন?

প্রাসের গতিপথ কেমন?

প্রাসের গতিপথ একটি প্যারাবোলা বা পরাবৃত্ত। এ ধরনের গতি দ্বিমাত্রিক গতি। বাতাসের বাধা উপেক্ষা করলে প্রাসের গতি কেবলমাত্র অভিকর্ষ বলের ক্রিয়ায় হয়। প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে এর বেগ সর্বনিম্ন হয়।

প্রাসের গতির বৈশিষ্ট্য

১) উল্লম্বতলে সীমাবদ্ধ 

২) দ্বিমাত্রিক

৩) বক্রগতি

৪) সমত্বরণ বিশিষ্ট

৫) গতিপথ পরাবৃত্তাকার (প্যারাবোলা)

প্রাস নিয়ে কিছু তথ্য

১) প্রাসের গতিপথ সর্বদা প্যারাবোলা বা পরাবৃত্ত হয়।

২) সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন (শূন্য) হয়।

৩) সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয় (শুধু অনুভূমিক উপাংশ থাকে)।

৪) সর্বাধিক উচ্চতায় প্রাসের বেগ ও ত্বরণের মাঝে কোণ 90 ডিগ্রি হয়।

৫) নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হলে প্রাসের পাল্লা সর্বাধিক হয়।

প্রাসের উদাহরণ : ফুটবল ছোড়া, তীর বা বর্শার গতি, কামানের গোলা, ঢিল ছোড়া ইত্যাদি।

আরো পড়ুনঃ

আণবিক পাল্লা কাকে বলে?

প্রাসের আনুভূমিক পাল্লা কাকে বলে? প্রাসের সূত্র

উড্ডয়ন কাল কাকে বলে? উড্ডয়ন কালের সূত্র

নিক্ষেপন বেগ, 

নিক্ষেপন কোন, 

নিক্ষেপন বিন্দু, 

বিচরণ পথ, 

বিচরণ কাল, 

পাল্লা কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url