একই পদার্থের গলনাংক ও স্ফুটনাংক ভিন্ন কারণ

একই পদার্থের গলনাংক ও স্ফুটনাংক ভিন্ন কারণ

যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, সাধারণত তার থেকে বেশি তাপমাত্রায় কোনো পদার্থ তরল থেকে গ্যাসীয় অবস্থাপ্রাপ্ত হয়।

তাই গলনাংক ও স্ফূটনাংক ভিন্ন হয়ে থাকে। কঠিন অবস্থায় অণুসমূহ কাছাকাছি থেকে কাঁপতে থাকে। তাপ প্রদানের সাথে অণুসমূহ গতিশীল হয় এবং দূরে সরে যেতে থাকে। তাপ প্রদানে যখন অণুসমূহ মোটামুটি দূরত্বে অবস্থান করে তখন তা তরলে পরিণত হয়। যে তাপমাত্রায় কঠিন পদার্থটি তরলে পরিণত হয় তাকে পদার্থটির গলনাংক বলে। তরলে পরিণত হওয়ার পর পদার্থটিকে আরও তাপ প্রয়োগ করলে অণুসমূহ অনেক দূরে অবস্থান নেয় এবং তা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সে তাপমাত্রাকে স্ফূটনাংক বলে। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় এবং যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, তা ভিন্ন। তাই একই পদার্থের গলনাংক ও স্ফূটনাংক ভিন্ন।



আরো পড়ুনঃ


Next Post Previous Post