স্ফুটনাংকের উপর চাপের প্রভাব

তরলের স্ফূটনাংক তরলের উপরস্থিত বায়ুচাপের উপর নির্ভরশীল। চাপ কমলে, তরলের স্ফূটনাংক কমে যায় অথবা তরল কম তাপমাত্রায় ফুটে এবং চাপ বাড়লে স্ফূটনাংক বৃদ্ধি পায় অথবা বেশি তাপমাত্রায় ফুটে। বায়ুচাপ যদি শূন্য হয়, তবে তরল যেকোনো তাপমাত্রাতেই থাকুক তখনি ফুটতে শুরু করবে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে বায়ুচাপ শূন্য। যদি ঠান্ডা পানি ফ্লাক্সে করে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হয়, তবে ফ্লাক্স থেকে বের করা মাত্রই পানি ফুটতে আরম্ভ করবে।


আরো পড়ুনঃ
Next Post Previous Post