তেজষ্ক্রিয়তার বৈশিষ্ট্য


  • যে সকল মৌলের পারমাণবিকসংখ্যা ৮২ এর বেশি, সাধারণত সেই সকল পরমাণু তেজষ্ক্রিয় হয়।তবে ৮২ এর থেকে হাল্কা অনেক মৌলেরই কিছু সমস্থানকি তেজষ্ক্রিয়। 

  • তেজষ্ক্রিয় পদার্থ সাধারণত আলফা, বিটা ও গামা এই তিন ধরনের তেজষ্ক্রিয় রশ্মি বিকিরণ করতে পারে। তবে অনেক ক্ষেত্রেই পজিট্রন, নিউট্রন, নিউট্রিনো ইত্যাদিও নিগর্ত হতে পারে। 

  • তেজষ্ক্রিয়তা একটি সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আরেকটি নতুন মৌলে রূপান্তরিত হয়। 

  • তেজষ্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, তাই একে চাপ, তাপ বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোনো সাধারণ ভৌত প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে রোধ বা হ্রাস বৃদ্ধি করা যায় না।

আরো পড়ুনঃ


Next Post Previous Post