তেজষ্ক্রিয় মৌলের অর্ধায়ু

তেজষ্ক্রিয় মৌলের অর্ধায়ু কাকে বলে?

যে সময়ে কোনো তেজষ্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে। উদাহরণ হিসেবে তেজষ্ক্রিয় আইসোটোপ কার্বন-১৪ এর অর্ধায়ু ৫৭৩০ বছর। যদি শুরুতে ১০০ গ্রাম কার্বন-১৪ থাকে তা তেজষ্ক্রিয় ক্ষয়প্রাপ্ত হয়ে ৫০ গ্রামে পরিণত হতে সময় লাগবে আরও ৫৭৩০ বছর। এই কারণে কার্বন-১৪ এর অধায়ু বা অর্ধ-জীবন ৫৭৩০ বছর।

তেজষ্ক্রিয় মৌলের অর্ধায়ু


আরো পড়ুনঃ

Next Post Previous Post