বিদ্যুতের চৌম্বক ক্রিয়া | SSC পদার্থবিজ্ঞান Notes

পদার্থবিজ্ঞান

অধ্যায় - ১২ : বিদ্যুতের চৌম্বক ক্রিয়া

👉 সকল অধ্যায়ের সূচিপত্র 👈


  • 12.1  চুম্বক (Magent)
  • 12.2  বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Magnetic Effects of Current)
  • 12.3  তাড়িতচৌম্বক আবেশ 

তড়িতের চৌম্বক ক্রিয়া কাকে বলে?

কোনো পরিবাহকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর চারপাশে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়, একে তড়িতের চৌম্বক ক্রিয়া বলে।

তাড়িত চৌম্বক আবেশ কাকে বলে?

একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর তড়িৎপ্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ ও তড়িৎপ্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে।

তড়িৎ আবেশ কাকে বলে?

একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

সলিনয়েড কাকে বলে?

সলিনয়েড হলো কাছাকাছি বা ঘনসন্নিবিষ্ট অনেকগুলো প্যাঁচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তারকুণ্ডলী।

সলিনয়েড এর চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়

সলিনয়েডে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রাবল্য যেভাবে বৃদ্ধি করা যায়-

১) তড়িৎ প্রবাহের মান বাড়িয়ে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায়।

২) সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করা যায়।

৩) লোহার দণ্ড বা পেরেককে U অক্ষরের মতো বাঁকিয়ে মেরুর কাছাকাছি এনে প্রাবল্য বৃদ্ধি করা যায়।

সলিনয়েডে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক

সলিনয়েডের ভিতর দিয়ে তড়িত প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের দিক ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায়। একটি তড়িৎবাহী তারকে প্রবাহের অভিমুখে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করলে অন্য আঙ্গুলগুলোর মাথা চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে।

তাড়িত চুম্বক

বিদ্যুৎ প্রবাহের ফলে যে চৌম্বকক্ষেত্র তৈরি হয় তার দ্বারা কোনো বস্তুকে চুম্বকে পরিণত করা হলে সেই চুম্বককে তাড়িত চুম্বক বলে।

তাড়িত চৌম্বক আবেশ

একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি ও তড়িৎপ্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চৌম্বক আবেশ বলে।

আবিষ্ট তড়িৎপ্রবাহ

একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎপ্রবাহ উৎপন্ন করা যায়। এভাবে উৎপন্ন তড়িৎপ্রবাহকে আবিষ্ট তড়িৎপ্রবাহ বলে।

আবিষ্ট ভোল্টেজ

একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের সাহায্যে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী ভোল্টেজ উৎপন্ন করা যায়। এভাবে উৎপন্ন ভোল্টেজকে আবিষ্ট ভোল্টেজ বলে।

তড়িৎ মোটর

যে তড়িৎ যন্ত্র তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।

আর্মেচার

আর্মেচার হলো নরম লোহার টুকরা, যার উপর তারের শত শত প্যাঁচ দিয়ে মোটর, জেনারেটর প্রভৃতির কয়েল তৈরি করা হয়।

জেনারেটর বা ডায়নামো

যে তড়িৎযন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।

এসি জেনারেটর

যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে এসি কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে এসি জেনারেটর বলে।

ডিসি জেনারেটর

যে তড়িৎযন্ত্রে যান্ত্রিক শক্তিকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা হয় তাকে ডিসি জেনারেটর বলে।

ট্রান্সফর্মার

যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।

ট্রান্সফর্মার যে নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত

একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহ উৎপন্ন করার পদ্ধতিকে তাড়িতচৌম্বক আবেশ বলে। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মতে, একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তড়িচ্চালক শক্তি সৃষ্টি করতে পারে যা আবদ্ধ বর্তনী দিয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে।

ট্রান্সফর্মারের প্রকারভেদ

উচ্চধাপী বা স্টে আপ বা আরোহী ট্রান্সফর্মারঃ যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী বা স্টেপ আপ বা আরোহী ট্রান্সফর্মার বলে।

নিম্নধাপী বা স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মারঃ যে ট্রান্সফর্মার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎপ্রবাহে রূপান্তরিত করে তাকে নিম্ন ধাপী বা স্টেপ ডাউন বা অবরোহী ট্রান্সফর্মার বলে।

ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলী

ট্রান্সফর্মারের আয়তাকার মজ্জার এক বাহুর কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ বা বিভব প্রয়োগ করা হয়। একে মুখ্য কুণ্ডলী বলে।

ট্রান্সফর্মারের গৌণ কুণ্ডলী

ট্রান্সফর্মারের যে কুণ্ডলীতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে গৌণ কুণ্ডলী বলে।

ট্রান্সফর্মারের ব্যবহার

১) দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য উচ্চধাপী ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।



প্রশ্নব্যাংক

12.1  চুম্বক (Magent)

  • চুম্বক কি?

12.2  বিদ্যুতের চৌম্বক ক্রিয়া (Magnetic Effects of Current)

  • বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন?
  • তড়িতের চৌম্বক ক্রিয়া আছে বুঝিয়ে লিখ।
  • সলিনয়েড কি?
  • সলিনয়েড এর চৌম্বকক্ষেত্রের প্রাবল্য কিভাবে বৃদ্ধি করা যায়?
  • সলিনয়েডে সৃষ্ট চৌম্বক প্রাবল্য কিসের উপর নির্ভর করে?
  • তাড়িত চৌম্বক বলতে কি বুঝ?
  • তাড়িত চৌম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যায়?
  • তাড়িত চৌম্বকের ব্যবহার লিখ।
  • কিভাবে তাড়িত চুম্বকের আকর্ষণ বৃদ্ধি করা যায়?
  • যদি তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব থাকে তবে তা ব্যাখ্যা কর।
  • কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎবাহী তার রাখলে কীভাবে তারটি যান্ত্রিক শক্তি লাভ করে - ব্যাখ্যা কর।
  • তড়িৎ মোটর কি?
  • একটি তড়িৎ মোটরের গঠন ও কার্যপ্রণালী আলোচনা কর।
  • তড়িৎ মোটর কি কাজে ব্যবহার করা হয়?
  • বৈদ্যুতিক মোটরের দ্রুতি বৃদ্ধির জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বর্ণনা কর।

12.3  তাড়িতচৌম্বক আবেশ 

  • তাড়িত চৌম্বক আবেশ বলতে কি বুঝ?
  • একটি স্থায়ী চুম্বকের প্রভাবে কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় ব্যাখ্যা কর।
  • একটি তড়িৎ চুম্বকের প্র্রভাবে কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় ব্যাখ্যা কর।
  • যেসকল বিজ্ঞানী তড়িৎক্ষেত্র থেকে বিদ্যুৎপ্রবাহ সৃষ্টির জন্য গবেষণা করেন তাদের নাম ও দেশের নাম লিখ।
  • প্রথম কে তাড়িতচৌম্বক আবেশ আবিষ্কারের কথা বলেন এবং তিনি কি বলেন?
  • জেনারেটর বা ডায়নামো কাকে বলে?
  • জেনারেটর দিয়ে কি কাজ করা যায়?
  • জেনারেটর ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য লিখ।
  • একটি জেনারেটরের গঠন ও কার্যপ্রণালী আলোচনা কর।
  • ট্রান্সফর্মার কি? ট্রান্সফর্মার কত প্রকার ও কি কি?
  • উচ্চধাপী ও নিম্নধাপী ট্রান্সফর্মার বলতে কি বুঝ?
  • ট্রান্সফর্মার কি কাজে ব্যবহার করা যায়?
  • স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে কি কাজ করা যায়?
  • একটি ট্রান্সফর্মারের গঠন আলোচনা কর।
  • কোনো ট্রান্সফর্মার যে হারে ভোল্টেজ কমায় ঠিক সে হারে তড়িৎপ্রবাহ বৃদ্ধি করে - ব্যাখ্যা কর।
  • দূর - দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে নিম্নধাপী ট্রান্সফর্মারের ব্যবহার ব্যাখ্যা কর।
  • রেডিও টেলিভিশনে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন - ব্যাখ্যা কর।


এসএসসি পদার্থবিজ্ঞান || SSC Physics


অধ্যায় - ০১ : ভৌত রাশি ও পরিমাপ

অধ্যায় - ০২ : গতি

অধ্যায় - ০৩ : বল

অধ্যায় - ০৪ : কাজ, ক্ষমতা ও শক্তি

অধ্যায় - ০৫ : পদার্থের অবস্থা ও চাপ

অধ্যায় - ০৬ : বস্তুর উপর তাপের প্রভাব

অধ্যায় - ০৭ : তরঙ্গ ও শব্দ

অধ্যায় - ০৮ : আলোর প্রতিফলন

অধ্যায় - ০৯ : আলোর প্রতিসরণ

অধ্যায় - ১০ : স্থির তড়িৎ

অধ্যায় - ১১ : চল তড়িৎ

অধ্যায় - ১২ : তড়িতের চৌম্বক ক্রিয়া

অধ্যায় - ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স

অধ্যায় - ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

No Comment
Add Comment
comment url