রসায়ন দ্বিতীয় পত্র নোট
অর্থনৈতিক রসায়ন নোট
ইটিপি কী?
রাসায়নিক শিল্প কারখানায় সৃষ্ট বর্জ্য পানি থেকে বিভিন্ন প্রাকৃতিক দূষক পদার্থ পৃথক করার রাসায়নিক প্রক্রিয়াই Effluent Treatment Plant বা ETP (ইটিপি)।
ফরমালিন কী?
মিথান্যালের 30 - 40% জলীয় দ্রবণই ফরমালিন।
রিসাইক্লিং কী?
প্রকৃতিতে বিদ্যমান বিভিন্ন গৃহস্থালি ও পৌর বর্জ্য হতে পরিবেশ রক্ষার পাশাপাশি তা হতে ব্যবহার উপযোগী উপাদানগুলোকে গুণগত পরিবর্তন না ঘটিয়ে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে রিসাইক্লিং বলে।
ন্যানো পার্টিকেল কী?
যেসব কণার আকার 1×10-9 m থেকে 1×10-7 m এর মধ্যে তাদেরকে ন্যানো পার্টিকেল বলে।
সিমেন্ট ক্লিংকার কী?
উচ্চ তাপমাত্রায় ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট গলে দিয়ে ধূসর বর্ণের ছোট ছোট বিভিন্ন আকারের শক্ত পাথর উৎপন্ন হয়। এগুলোই সিমেন্ট ক্লিংকার।
সিমেন্ট তৈরিতে জিপসাম ব্যবহার করা হয় কেন?
সিমেন্ট প্রয়োজনীয় উপাদানসহ পানির উপস্থিতিতে বিক্রিয়া করে ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে এবং কঠিন দৃঢ় বস্তুতে পরিণত হয়। সিমেন্টের এ দ্রুত জমাট বাঁধা রোধের জন্য সাধারণত 2 - 5% জিপসাম (CaSO4·2H2O) যোগ করা হয়। জিপসাম ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট উৎপন্ন করে এবং সিমেন্টের দ্রুত জমাট বাঁধাকে বাধাগ্রস্ত করে। তবে জিপসামের প্রভাবে সিমেন্টের সম্পূর্ণভাবে জমাট বাঁধতে কয়েক সপ্তাহ সময় লাগলেও উৎপন্ন কঠিন পদার্থ শক্ত ও দীর্ঘস্থায়ী হয়।
প্রাকৃতিক গ্যাস কী?
মাটির নিচে খনিজরূপে প্রাপ্ত মিথেন ও অন্যান্য হাইড্রো-কার্বনের মিশ্রণকে প্রাকৃতিক গ্যাস বলে।
জৈব জ্বালানি কী?
জৈব উৎস থেকে প্রাপ্ত জ্বালানিসমূহকে জৈব জ্বালানি বলা হয়।
কয়লার মান কিসের উপর নির্ভরশীল?
কয়লার মান মূলত কয়লাতে থাকা ফিক্সড কার্বনের পরিমাণ ও এর ক্যালরিফিক মানের উপর নির্ভরশীল।
শুষ্ক প্রাকৃতিক গ্যাস কী?
যেসব প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পেট্রোলিয়াম তেল থাকে না তা থেকে প্রাপ্ত গ্যাসকে শুষ্ক প্রাকৃতিক গ্যাস বলে।
প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি হওয়ার কারণ কী?
প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি। কারণ প্রাকৃতিক গ্যাসের দহনের ফলে তেলের তুলনায় এটি ৩০% কম CO2 উৎপন্ন করে এবং কয়লার তুলনায় ৪৫% কম CO2 গ্যাস উৎপন্ন করে। এছাড়া প্রাকৃতিক গ্যাস কয়লার মতো বায়ু দূষণকারী ছাইকণা উৎপন্ন করে না।
তাই প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি।
লিগনাইট কয়লা কী?
31.4% আবদ্ধিত কার্বনবিশিষ্ট বাদামি বর্ণের কয়লাকে লিগনাইট কয়লা বলে।
বিটুমিনাস কয়লা কী?
44.9 - 78.2 % ফিক্সড কার্বনবিশিষ্ট কালো বর্ণের কয়লাই বিটুমিনাস কয়লা।
অ্যানথ্রাসাইট কয়লা কাকে বলে?
80 - 85 ভাগ আবদ্ধিত কার্বনবিশিষ্ট উজ্জ্বল কালো বর্ণের কয়লাকে অ্যানথ্রাসাইট কয়লা বলে।
কয়লায় সালফারের উপস্থিতি ক্ষতিকর কেন?
কয়লার দহন দ্বারা শক্তি উৎপাদনের সময় তাতে থাকা সালফার বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO2, SO3 তৈরি করে। উৎপন্ন SO2 বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে যা পরিবেশ ও জীবজগতের জন্য হুমকিস্বরূপ। এছাড়া উৎপন্ন SO2 ও SO3 ফুসফুসে প্রবেশ করে বিভিন্ন শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। এসব কারণে কয়লাতে সালফারের উপস্থিতি ক্ষতিকর।
চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?
কাঁচা চামড়ার সম্পৃক্ত লবণ পানি দিয়ে সংরক্ষণ করাকে কিউরিং বলে। চামড়ার প্রোটিন জাতীয় পদার্থ, যেমন- কোলেজেন যাতে ব্যাকটেরিয়া দ্বারা পটে না যায় তার জন্য সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। উল্লেখ্য, লবণ জীবাণু রোধক।
এজন্য চামড়াকে খনিজ ট্যানিং করার আগে চামড়াকে লবণ ও 1.5% H2SO4 এর মিশ্রিত জলীয় দ্রবণে ডুবানো হয়। তখন কোলোজেনের pH কমে যায়। এর ফলে খনিজ ট্যানিং এর এজন্টসমূহ সহজে চামড়ার ভেতর প্রবেশ করতে পারে।
পরিবেশের উপর ই-বর্জের বিষাক্ত উপাদানের প্রভাব ব্যাখ্যা কর।
বিষাক্ত ই-বর্জ্যের কারণে ভাগার হচ্ছে দরিদ্র দেশগুলো। বিশ্বে এখন কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়ন যে গতিতে হচ্ছে সে অনুপাতে ই-বর্জ্যও বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রনিক পণ্য সামগ্রীতে প্রচুর পরিমাণ বিষাক্ত উপাদান Pb, Hg, Cd, As, Cr এবং বিভিন্ন দাহ্য পদার্থ বিদ্যমান। এসব বর্জ্য দিয়ে জায়গা ভরাট করা হলে বিষাক্ত উপাদানগুলো খুব সহজে মাটি ও পানিতে ছড়িয়ে পড়ে এবং পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে।
রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয় কেন?
অবস্থান্তর ধাতুসমূহ যৌগ গঠনকালে তাদের সর্বশেষ কক্ষপথের d অরবিটালে ইলেকট্রনের ডিজেনারেশন ঘটে। তাই এদের যৌগসমূহ (সিলিকেটসমূহ) রঙিন হয়। এ কারণে রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়।
কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয় কেন?
MnO2 একটি বিজারক। কাচে FeO, Fe2O3 প্রভৃতি থাকলে তাতে অনাকাঙ্খিত বর্ণ দেখা দেয়। MnO2 আয়রনের অক্সাইডসমূহকে বিজারিত করে বর্ণ দূর করে। MnO2 আয়রনের অক্সাইডসমূহকে বিজারিত করে বর্ণ দূর করে। তাই কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয়।
*
- জ্বালানি সম্পদ ও প্রকারভেদ
- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র : গ্যাসের উপাদান ও ব্যবহার
- প্রাকৃতিক গ্যাসের উৎপাদন
- প্রাকৃতিক গ্যাসের উপাদান (সংযুক্তি)
- প্রাকৃতিক গ্যাসের ব্যবহার
- বাংলাদেশের কয়লা ক্ষেত্র - কয়লার মান ও ব্যবহার
- জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলাদেশের শিল্পায়নের সম্ভাবনা
- বাংলাদেশের উল্লেখযোগ্য রসায়ন শিল্প পরিচিতি
- ইউরিয়া, কাঁচ, সিরামিকস, পালপ-পেপার এবং সিমেন্ট উৎপাদনের মূলনীতি
- চামড়া ট্যানিং পদ্ধতি
- সিমেন্ট, ইউরিয়া, চামড়া, টেক্সটাইল ও ডায়িং শিল্পের দূষকসমূহ
- সিমেন্ট শিল্পের বায়ু দূষণ
- ইউরিয়া শিল্পের দূষকসমূহ
- ট্যানিং প্রক্রিয়ায় দূষণ
- টেক্সটাইল ও ডায়িং শিল্পের দূষণ
- বায়ু দূষণ নিয়ন্ত্রণ কৌশল
- ইটিপি'র কার্যপ্রণালীর মূলনীতি
- বর্জ রিসাইকেল প্রণালী
- সামাজিক ও পরিবেশ ক্ষেত্রে আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, পেপার ও প্লাস্টিক রিসাইকেলের গুরুত্ব
- কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা-অসুবিধা
- ন্যানো কণা (পার্টিক্যাল) ও ন্যানো প্রযুক্তি
- ন্যানো প্রযুক্তির বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ক্ষেত্র
- পদার্থের স্বাভাবিক অবস্থা ও ন্যানো কণার ভৌত ধর্মাবলি
- শিল্পে ন্যানো কণার ব্যবহারের সম্ভাবনা