মেরুদন্ড কি? মেরুদন্ডের কাজ

মেরুদন্ড কি?

মেরুদণ্ড হলো আমাদের শরীরের কঙ্কালের কেন্দ্রীয় অংশ, যা আমাদের দেহকে সোজা রাখতে, মাথা ও শরীরের ভার বহন করতে এবং স্নায়ুতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করে।

মেরুদন্ডের কাজ

১) দেহকান্ডের সুষ্ঠু সঞ্চালনে মজবুত, নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে। 

২) সুষুম্না কান্ড ও সুষম্না স্নায়ুমূলকে বেষ্টন ও রক্ষা করে।

৩) মাথাকে অবলম্বন দেয় এবং পিভট (pivot)-এর মতো কাজ করে।

৪) পর্শুকা সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে দেহের অক্ষরূপে কাজ করে।

৫) দেহের ভঙ্গি দানে ও চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url