মূল্য সংযোজন কর কি? প্রকারভেদ

মূল্য সংযোজন কর কাকে বলে?

কোনো করযোগ্য পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বিক্রয় প্রভৃতি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর বা Value Added Tax বা VAT। 

অন্যভাবে বলা যায়, উৎপাদনকারী কর্তৃক পণ্যের কাচাঁমাল বা উপকরণকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করার জন্যে উক্ত কাচাঁমালের সাথে যে রূপান্তর ব্যয় (যেমন মজুরি, পরিবহন খরচ, কারখানা খরচ প্রভৃতি) যুক্ত করা হয় তাকে বলা হয় মূল্য সংযোজন এবং এ সংযোজিত মূল্যের উপর আরোপকৃত করকে বলা হয় মূল্য সংযোজন কর।

অর্থাৎ মূল্য সংযোজন = মোট উৎপাদন মূল্য - মোট উপকরণ মূল্য

এবং মূল্য সংযোজন কর = মূল্য সংযোজন দ্ধ করের হার

মূল্য সংযোজন করের প্রকারভেদ

১৯৯১ সালে আমাদের দেশে চালু হওয়া মূল্য সংযোজন কর আইন অনুযায়ী তিন ধরনের কর প্রদানের ব্যবস্থা রয়েছে :

ক) মূল্য সংযোজন কর : যদি কোনো উৎপাদনকারী, সেবা প্রদানকারী বা আমদানিকারক যাদের বার্ষিক বিক্রয় একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তাদেরকে মূল্য সংযোজনের উপর ১৫% হারে ভ্যাট প্রদান করতে হয়।

খ) টার্ণওভার কর : যে সব উৎপাদনকারী, সেবা প্রদানকারী বা আমদানিকারক এর বার্ষিক বিক্রয় নির্দিষ্ট সীমার কম তাদেরকে বার্ষিক বিক্রয়ের উপর ৩% হারে সম্পূরক শূল্ক প্রদান করতে হয়।

গ) সম্পূরক শুল্ক : কিছু বিলাস সামগ্রীর আমদানি ও ব্যবহারকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এসব পণ্যের উপর মুসক ছাড়াও বিভিন্ন হারে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হয়ে থাকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url