কাজ কাকে বলে?

কাজ কাকে বলে?

কাজঃ কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের প্রয়োগবিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।

ধরাযাক, A বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর ওপর AB বরাবর F বল প্রয়োগ করা হলো। এতে বস্তুটি AB বরাবরই দূরত্ব অতিক্রম করে B বিন্দুতে পৌঁছালো। তাহলে F বল দ্বারা সম্পন্ন কাজ হবে-

W = Fs

কাজের এককঃ কাজের একক জুল (Joule)।

কাজের মাত্রাঃ কাজের মাত্রা হলো = ML2T-2

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url