Home ভিডিও ক্লাস ক্রেডিট কার্ড হেলথ টিপস ইন্স্যুরেন্স রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

ফ্লোয়েম ফাইবার বা তন্তু কাকে বলে?

স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। এগুলো একধরনের দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলে। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণবৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয়। এসব কোষের প্রাচীরে কূপ দেখা যায়। ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়।

Comments

সর্বাধিক পঠিত

তুলনামূলক রাজনীতি কাকে বলে?

লোকনিরুক্তি কাকে বলে?

মিশ্র বা জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্যের বৈশিষ্ট্য, জটিল বাক্যের শ্রেণিবিভাগ

Home | Privacy Policy | About | Contact 


Copyright ©️ One Sigma Education