ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর ঘটনা বয়েলের সূত্রের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ - ব্যাখ্যা কর।

ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর ঘটনা বয়েলের সূত্রের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ - ব্যাখ্যা কর।

ফুঁ দিয়ে একটি বেলুন ফুলানোর সময় দেখা যায় যে, এটির আয়তনের সম্প্রসারণ ঘটে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার আয়তনের চেয়ে বেশি। ফুঁ দেওয়ার অর্থ হল বাইরে থেকে শক্তির সরবরাহ করা যার ফলে অণুগুলো এই শক্তিকে কাজে লাগিয়ে তাদের গতিশক্তি বৃদ্ধি করে।

ফলে অণুগুলোর ছুটাছুটি বৃদ্ধি পায় এবং তারা অনবরত বেলুনের দেওয়ালে চাপ প্রয়োগ করতে থাকে। অন্যপ্রান্ত থেকে বাহ্যিক বা অতিরিক্ত কোন চাপ প্রয়োগ না করায় বেলুনের আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এক সময় আয়তন বৃদ্ধি ও চাপ বৃদ্ধির মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন বেলুনটি ফেঁটে যায়। অর্থাৎ এটি তার অস্তিত্ব হারায়। কিন্তু বয়েলের সূত্রানুসারে আমরা জানি, নির্দিষ্ট তাপমাত্রায় চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে চাপের বৃদ্ধির সাথে আয়তনের বৃদ্ধি পাওয়ায় আমরা বলতে পারি, এটি বয়েলের সূত্রের সামঞ্জস্যপূর্ণ নয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url