হাইব্রিড টপোলজি কাকে বলে? হাইব্রিড টপোলজির সুবিধা ও অসুবিধা

হাইব্রিড টপোলজি কাকে বলে?

স্টার, রিং, বাস ইত্যাদি টপোলজির সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। ইন্টারনেট একটি হাইব্রিড টপোলজি কারণ এতে সব ধরনের টপোলজির নেটওয়ার্ক সংযুক্ত থাকে।

হাইব্রিড টপোলজির সুবিধা

  • এ টপোলজি বড় আকারের নেটওয়ার্কের জন্য সুবিধাজনক।
  • হাইব্রিড টপোলজিতে নেটওয়ার্কের সমস্যা নির্ণয় করা সহজ।
  • প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে বৃদ্ধি বা সম্প্রসারণ করা যায়।
  • কোনো নোড নষ্ট হলেও সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে আংশিক সচল থাকে।

হাইব্রিড টপোলজির অসুবিধা

  • হাইব্রিড টপোলজিতে ব্যবহৃত হাব সব সময় সচল রাখতে হয়।
  • এ টপোলজিতে নেটওয়ার্ক স্থাপন জটিল ও ব্যয়বহুল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url