কালিক ব্যতিচার কাকে বলে?

কালিক ব্যতিচার কাকে বলে?

বিভিন্ন কম্পাঙ্কের সমজাতীয় দুটি তরঙ্গের যুগপৎ উপরিপাতনে যে ব্যতিচার সৃষ্টি হয় তাকে কালিক ব্যতিচার বলে। এরূপ ব্যতিচারের ফলে মাধ্যমের যেকোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর গঠনমূলক ও ধ্বংসাত্বক ব্যতিচার সংঘটিত হয়। এরূপ ব্যতিচারের উদাহরণ বীট সৃষ্টি হওয়ার প্রতিক্রিয়া।

আরো পড়ুনঃ

তরঙ্গদৈর্ঘ্য কীভাবে গঠিত হয়?

টানা তারে আড় কম্পনের সূত্র বিবৃত কর।

মুক্ত কম্পন কী?

তরঙ্গ বেগ কাকে বলে?

মৌলিক সুর কী?

সমসঙ্গতি কাকে বলে?

সমতান কী?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url