কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

কপার(Cu) ও ক্রোমিয়ামের(Cr) ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন?

কপার ও ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ

Cu (29): 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º 4s¹ 

Cr (24): 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s¹ 

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, কপারের ক্ষেত্রে 3d⁹ 4s²  থেকে 3d¹º 4s¹ হয়েছে এবং ক্রোমিয়াম এর ক্ষেত্রে 3d⁴ 4s²  থেকে 3d⁵ 4s¹ হয়েছে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি সর্ববহিঃস্থ শক্তির অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তবে ঐ মৌলের স্থিতিশীলতা বৃদ্ধি পায়। 

এজন্য কপারের ইলেকট্রন বিন্যাসে বহিঃস্থ  শক্তিস্তরে 3d⁹ 4s² এর পরিবর্তে 3d¹º 4s¹ হয় এবং ক্রোমিয়াম এর ক্ষেত্রে  3d⁴ 4s² এর পরিবর্তে 3d⁵ 4s¹ হয়। 

স্থিতিশীলতার জন্য কপার ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url