বিট কাকে বলে? নিবল কাকে বলে? বাইট কাকে বলে?

বিট কাকে বলে?

কম্পিউটারের ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো বিট। তথা একক বাইনারি মান "0" অথবা "1" হলো বিট। Bit এর পূর্ণরূপ হলো Binary digit।

নিবল কাকে বলে?

১ বাইটের অর্ধেক তথা ৪(চার) বিট মিলে নিবল হয়, যা সাধারণত একটি হেক্সাডেসিমাল সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়।

বাইট কাকে বলে?

এক সেট বিট হলো বাইট যা কম্পিউটারে কোডিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত ৮ বিট মিলে ১ বাইট হয়ে থাকে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url