রাইবোজোম কাকে বলে? রাইবোজোমের কাজ

রাইবোজোম কাকে বলে?

কোষের সাইটোপ্লাজমে অবস্থিত ক্ষুদ্র দানাময় "রাইবোনিউক্লিও-প্রোটিন" কণা যা প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে, তাকে রাইবোজোম বলে। 

রোমানিয়ান কোষবিজ্ঞানী জর্জ প্যালেড ১৯৫৫ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন এবং নাম দেন রাইবোনিউক্লিয়ার প্রোটিন। 

পরে বিজ্ঞানী রিচার্ড বি. রবার্টস ১৯৫৮ খ্রিস্টাব্দে এর নাম দেন Ribosome যা ribonucleoprotein particle of microsomes-এর শব্দ সংক্ষেপ।

রাইবোজোমের কাজ

  • কোষের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষণ প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করা রাইবোজোমের প্রধান কাজ। তাই এগুলোকে কোষের Protein factory বলে।

  • স্নেহ বিপাক ও সাইটোক্রেোম উৎপাদনে ভূমিকা পালন করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url