আদি কোষ কাকে বলে?

যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাই আদিকোষ।

যেসকল কোষে বা সেলে সুগঠিত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ বলে। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। ফলে নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব সেলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়ায় এ ধরনের সেল পাওয়া যায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২৯ জানুয়ারী, ২০২১ এ ১০:২৬ PM

    ধন্যবাদ

Add Comment
comment url