সরকারি আইন কাকে বলে?

সরকারি আইন কাকে বলে?

সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়মকানুনই হলো সরকারি আইন। রাষ্ট্র পরিচালনা করতে নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হয়। সরকারি আইন সাধারণত জাতীয় সংসদ বা পার্লামেন্টে প্রণীত হয়ে থাকে। পার্লামেন্টে আইন প্রণীত হবার কয়েকটি পর্যায় থাকে। সকল পর্যায়েই সাধারণত সংখ্যা গরিষ্ঠ সদস্যগণের সম্মতির প্রয়োজন পড়ে।

সরকারি আইন আবার কয়েক প্রকার। যেমন -

১) ফৌজদারি আইন

২) প্রশাসনিক আইন

৩) সাংবিধানিক আইন

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url