Home ভিডিও ক্লাস ক্রেডিট কার্ড হেলথ টিপস ইন্স্যুরেন্স রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান গণিত English প্রাক-প্রাথমিক

আইনের শাসন বলতে কি বুঝায়?

আইনের শাসন বলতে কি বুঝায়?

আইনের শাসনের মূল কথা হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের জন্য আইন একইভাবে প্রযোজ্য হবে। একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকে থাকার জন্য আইনের শাসন অপরিহার্য।

সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন একটি অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। আইনের শাসনের একটি অর্থ হচ্ছে নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায় বিচার পাওয়ার অধিকার। 

আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায়, বিশৃঙ্খলা ও নৈরাজ্য দূর হয়। ফলে সমাজে স্থিতিশীলতা আসে। আইনের শাসন না থাকলে সবল - দুর্বল, ধনী - দরিদ্রের ব্যবধান প্রকট হতে থাকে। আইনের শাসনের অভাবে রাজনৈতিক কারণে বিচার ব্যবস্থাও প্রভাবিত হয়। 

আরো পড়ুনঃ

Comments

সর্বাধিক পঠিত

তুলনামূলক রাজনীতি কাকে বলে?

লোকনিরুক্তি কাকে বলে?

মিশ্র বা জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্যের বৈশিষ্ট্য, জটিল বাক্যের শ্রেণিবিভাগ

Home | Privacy Policy | About | Contact 


Copyright ©️ One Sigma Education