কোষ প্রাচীরের কাজ

 কোষ প্রাচীরের কাজ

  • কোষপ্রাচীর কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে।
  • প্রতিকূল পরিবেশ থেকে সজীব প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে।
  • কোষের দৃঢ়তা দান করে এবং উদ্ভিদ দেহের কঙ্কাল গঠনের মতো কাজ করে।
  • কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে।
  • কোষ বিভাজনের ধারা বজায় রাখে ও বৃদ্ধি ঘটাতে সাহায্য করে।
  • পিট অংশে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে সহায়তা করে।
  • বহিঃ ও অন্তঃউদ্দীপনার পরিবাহকরূপেও প্লাজমোডেসমাটা কাজ করে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url