সেন্ট্রিফিউজ যন্ত্র কিভাবে কাজ করে?

সেন্ট্রিফিউজ যন্ত্র কিভাবে কাজ করে?

সেন্ট্রিফিউজ যন্ত্রে কতগুলো স্থির ছিদ্র থাকে। পরীক্ষাণীয় বস্তু সেন্ট্রিফিউজ যন্ত্রের একদিকের ছিদ্রে ও সম পরিমাণের পানি বিপরীত দিকের ছিদ্রে নিয়ে যন্ত্রটিকে চালু করা হয়। এ সময় যন্ত্রের ঘূর্ণন হার নির্দিষ্ট করা হয়। সেন্ট্রিফিউজ যন্ত্রটি অধঃক্ষেপণ মূলনীতির উপরি ভিত্তি করে কাজ করে। যেখানে কেন্দ্রামুখী বল প্রয়োগেরর মাধ্যমে অধঃক্ষেপকে তার শেষ দ্রব হতে আলাদা করে। সাধারণত তরল ও কঠিন বস্তুর মিশ্রণ পৃথক করার জন্য ইহা ব্যবহার করা হয়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url