চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থাপনা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় ১৭৯৩ সালে। 

ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত।

চিরস্থায়ী বন্দোবস্তের শর্তসমূহ

  • বংশপরম্পরায় জমি ভোগদখল করে আসছেন এরূপ জমিদাররা বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারকে খাজনা দিয়ে বংশানুক্রমিকভাবে জমি স্বত্ব ভোগ করতে পারবে।
  • জমিদার বা ইজারাদাররা আদায় করা রাজস্বের ১০ ভাগ সরকারি কোষাগারে জমা দেবেন, এক ভাগ নিজেরা ভোগ করবেন।
  • সূর্যাস্ত আইন অনুসারে বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার পূর্বেই বাকি রাজস্ব জমা করতে হবে, না হলে জমিদারি বাজেয়াপ্ত হবে। 
  • অদূর ভবিষ্যতে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলেও রাজস্বের ছাড় দেওয়া হবে না।
  • জমিদাররা ভূমিরাজস্ব সংক্রান্ত কোনো বিবাদের বিচার করার অধিকার পাবে না।
  • ভবিষ্যতে জমিদারদের আয় বাড়লেও কোম্পানির আদায়িকৃত নির্ধারিত রাজস্বের পরিমাণ অপরিবর্তিত থাকবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url