তির্যক তরঙ্গ কাকে বলে?

তির্যক তরঙ্গ কাকে বলে?

কোনো স্থিতিস্থাপক মাধ্যমে তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলোর যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হয়, তবে ঐ তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে।

তির্যক তরঙ্গের উদাহরণঃ আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ ইত্যাদি।

পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি হয় সে ক্ষেত্রে পানির কণাগুলোর সাম্য অবস্থান পানির তল থেকে উপর-নিচ ওঠা-নামা করে। কিন্তু তরঙ্গ পানির পৃষ্ঠ বা পানির তলের উপর দিয়ে সামনে ছড়িয়ে পড়ে। এ ধরনের তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ।

অর্থাৎ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুপ্রস্থ তরঙ্গ বা তির্যক তরঙ্গ বলে।

তির্যক তরঙ্গের প্রধান উপাদান

তির্যক তরঙ্গগুলির দুটি প্রধান উপাদান রয়েছে:

  • অনুপ্রস্থ উপাদান: এই উপাদানটি তরঙ্গের সমতলের দিকে কণার গতি।
  • অনুদৈর্ঘ্য উপাদান: এই উপাদানটি তরঙ্গের সমতলের লম্ব কণার গতি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url