রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা কর।

রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা কর।

১) ল্যাবে প্রস্তুতকৃত H2S গ্যাসে পঁচা ডিমের ন্যায় গন্ধ থাকে, যা অনেক শিক্ষার্থী সহ্য করতে পারে না। তাই এর পরিমিত ব্যবহার করতে হবে।

২) গবেষণাগারে আয়োডিন যৌগ সতর্কতার সঙ্গে ব্যবহার কারণ এর বাষ্প বিষাক্ত।

৩) লেড, আর্সেনিকের মতো ক্ষতিকর ধাতুর ব্যবহার করতে হবে পরিমিত হওয়া উচিত কারণ এগুলো মাটি ও পানি উভয়কে দূষিত করে।

৪) তেজষ্ক্রিয় পদার্থ (ইউরেনিয়াম, প্লুটোনিয়াম) পরিবেশের প্রাণীর জন্য ব্যাপক ক্ষতিকর হওয়ার এগুলো ব্যবহারে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url