বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য 

নং   বাষ্পায়ন  স্ফুটন
 ১ স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া।
 ২ বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়। স্ফুটন তরলের সকল অংশ থেকে ঘটে।
 ৩ বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা হ্রাস পায়। স্ফুটনের সময় তরলের তাপমাত্রা স্থির থাকে।
 ৪ সব তাপমাত্রাতেই তরল পদার্থের বাষ্পায়ন ঘটে।নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের স্ফুটন ঘটে।
 ৫ বাষ্পায়নের সময় তরল পদার্থের কোন বুদবুদ সৃষ্টি হয় না। স্ফুটনকালে তরল পদার্থের মধ্যে বুদবুদ সৃষ্টি হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url