প্রসাব ক্লিয়ার করার উপায়

প্রসাব ক্লিয়ার করার উপায়

বিভিন্ন কারণে প্রসাব এর রঙ ও গন্ধ নষ্ট হতে পারে। সম্পূর্ণ আলোচনার মাধ্যমে প্রসাব ক্লিয়ার করার সঠিক উপায়গুলো আলোচনা করা হবে।

ক্লিয়ার প্রসাব কি?

চিকিৎসার পরিভাষায়, ক্লিয়ার প্রসাব বলতে সাধারণত এমন প্রসাবকে বুঝায় যার মধ্যে কোন মেঘলাভাব বা গন্ধ থাকে না। যদি দেখা যায়, প্রসাবে হলুদ ভাব নেই তাহলে বুঝতে হবে হলুদ রঞ্জক বা ইউরোক্রোম অনুপস্থিত রয়েছে। কেউ যদি অতিরিক্ত পানি পান করেন তাহলে তার প্রসাব স্বচ্ছ বা ক্লিয়ার হবে। যদি দেখা যায়, প্রসাবে নিয়মিতভাবে হলুদভাব অনুপস্থিত, তাহলে ডাক্তার এর শরণাপন্ন হতে হবে।

তাহলে উপরোক্ত আলোচনা থেকে জানা যাচ্ছে যে অতিরিক্ত পানি পান করলে প্রসাব ক্লিয়ার হতে পারে। যা স্বাভাবিক নয়, সেক্ষেত্রে ডাক্তাররের পরামর্শ অতীব জরুরি।

আরো পড়ুনঃ এজমা থেকে মুক্তির উপায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url