ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?

ভূ-স্থির উপগ্রহ কাকে বলে?

যদি একটি কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তনকালের সমান অর্থাৎ 24 ঘণ্টা হয়। পৃথিবীর আবর্তন কাল ও উপগ্রহটির আবর্তনকাল সমান হওযায় পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে একে সব সময় স্থির বলে মনে হবে। পৃথিবীর যে স্থানের খাড়া উপর থেকে একে বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয়, এটি পৃথিবীর ঐ স্থানের উপরই সব সময় অবস্থান করবে বলে মনে হবে। কারণ পৃথিবীর নিজ অক্ষের উপর একবার ঘুরতে  সময় লাগে, উপগ্রহটিরও পৃথিবীকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে ঐ একই সময় লাগে। যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে পার্কিং কক্ষপথ বলে।

আরও পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url