ইদগাম কাকে বলে?

ইদগাম কাকে বলে?

ইদগাম অর্থ মিলিয়ে পড়া। 

নুন সাকিন বা তানবিনের পর ইদগামের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ঐ হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। 

ইদগাম দুই প্রকার। যথা - 

১) গুন্নাহসহ ইদগাম,

২) গুন্নাহ ছাড়া ইদগাম।


আরও পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url