অরবিট কাকে বলে? শক্তিস্তর কাকে বলে?

অরবিট কাকে বলে?

পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি বিশিষ্ট কক্ষপথ রয়েছে। এদের প্রধান শক্তিস্তর বা শেল বলে। এই প্রধান শক্তিস্তরই অরবিট (Orbit) নামে পরিচিত।

বোর মতবাদ অনুসারে শক্তিস্তরসমূহ ত্রিমাত্রিক বর্তুলাকার। অর্থাৎ অনেকটা দেখতে ফুটবলের মতো গোলক আকৃতির। 

নিউক্লিয়াসের কাছের শক্তিস্তর হলো ১ম স্তর বা প্রথম অরবিট বা K-শেল। এটি সবচেয়ে ছোট।

২য় শক্তিস্তর বা দ্বিতীয় অরবিট বা L-শেল, আকারে তার চেয়ে বড়। 

এভাবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় অরবিটের আকার ততো বড় হয়।

অরবিট                             

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url