সার্চ ইঞ্জিন কাকে বলে? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সার্চ ইঞ্জিন কাকে বলে?

সার্চ ইঞ্জিন হলো এক প্রকার সফটওয়্যার যা ইন্টারনেট এর বিভিন্ন সার্ভারে থাকা তথ্য নিয়মিত ক্রল করে নিজের ডাটাবেজে জমা রাখে, ইনডেক্স করে এবং ইউজার যখন কোন কিছু সার্চ করে তখন সেই সফটওয়্যার তার ডাটাবেজে থাকা তথ্য থেকে যাচায় করে ইউজারের কাঙ্ক্ষিত বিষয় বস্তুকে তুলে ধরে বা প্রকাশ করে।

অর্থাৎ নেটে কোটি কোটি তথ্য থেকে আপনি যে “সার্চ ইঞ্জিন কি ” লিখে গুগলে সার্চ দিলেন আর গুগল আপনাকে কয়েকটি সাইঠ এর রেজাল্ট দেখালো এই সার্চ রিলেটেড রেজাল্ট দেখানোর ইঞ্জিন বা প্রোগ্রাম কে সার্চ ইঞ্জিন বলে।

সার্চ ইঞ্জিন বলতে একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধ্যান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়।

এককথায়, ইন্টারনেট এর মাধ্যমে কোনো প্রকার তথ্য বা ডকুমেন্টকে প্রথম পেজে নিয়ে আসাকে সার্চ ইঞ্জিন বলে।




সার্চ ইঞ্জিন কত প্রকার ?

প্রধানত ৩ প্রকার। যথা -

  • প্রাইমারি, 
  • সেকেন্ডারি এবং 
  • টার্গেটেড সার্চ ইঞ্জিন। 

আমরা সচারচর যে সব সার্চ ইঞ্জিন ইউজ করে থাকি মূলত প্রাইমারি সার্চ ইঞ্জিনের অধিনে পড়ে ।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?

সাধারণত অনলাইন হতে তথ্য সংগ্রহ করার জন্য প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের এক ধরনের সফটওয়ার থাকে। এই সফটওয়ারকে সার্চ ইঞ্জিনের ভাষায় ওয়েব ক্রলার বা রোবট বা বট বলা হয়। একটি ওয়েব ক্রলার বা বট এর প্রধান কাজ হচ্ছে অনলাইনে যত ওয়েবসাইট আছে সেগুলোতে ঘুরে ঘুরে বাড়ানো এবং বিভিন্ন ওয়েবসাইট/ব্লগ হতে তথ্য সংগ্রহ করে নিয়ে সার্চ ইঞ্জিনের তথ্য ভান্ডারে মজুদ রাখা। যখন কেউ কোন তথ্য খুঁজে পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন তার ডাটাবেজ চেক করে এবং সার্চ ইঞ্জিনের ডাটাবেজ থেকে আমাদের সামনে ফলাফল প্রদর্শন করে।

সার্চ ইঞ্জিন এর নামের তালিকা

  • গুগল - google.com
  • ইয়াহু - yahoo.com
  • বিং - bing.com
  • ডাক ডাক গো - duckduckgo.com
  • ইয়ান্ডেক্স
  • বাইডূ
  • পিপিলিকা
  • CC Search
  • Swisscows
  • StartPage
  • Search Encrypt
  • Gibiru
  • OneSearch
  • Wiki.com
  • Boardreader
  • giveWater

সার্চ ইঞ্জিনের ভালো - খারাপ দিক

ভালো দিক হলো এটি আমাদের কাজ সহজ করে দিছে। কোটি কোটি ইনফরমেশন আমরা সহজে খুজে পাচ্ছি। সার্চ ইঞ্জিন না থাকলে আমাদের শত শত সাইট এর এড্রেস এর নাম মুখস্ত করে রাখতো মনে হয়!! এদিক থেকে সার্চ ইঞ্জিন আমাদের সময় আর শ্রম কমাই দিছে!

খারাপ দিক হলো সার্চ ইঞ্জিন গুলো আমাদের পার্সোনাল তথ্য নিজের কাছে জমা রাখে এবং আমাদের না জানিয়েই সরকারের কাছে, বিভিন্ন কোম্পানির কাছে এসব তথ্য বিক্রি করে।

যেমন ধরুন আপনার কোন যৌন রোগ আছে! আপনি তা নিয়ে সার্চ ইঞ্জিনে কিছু জানার জন্য খোজাখুজি করলেন! আপনার এই সার্চ টার্ম থেকেই সার্চ ইঞ্জিন গুলো আপনার সম্পর্কে জানতে পারবে আর এই তথ্য বিক্রি করে বিজনেস করবে বিভিন্ন হাস্পাতাল ক্লিনিক ডাক্তারের সাথে!!!

সার্চ ইঞ্জিন গুলো সম্পর্কে জানা অজানা তথ্য

Bing : মাইক্রোসফট কোম্পানির সার্চ ইঞ্জিন বিং। গুগলের পর নরমাল সার্চ ইঞ্জিনের তালিকা করলে বিং গুগলের পরেই থাকবে। ইউটিউব এর বাইরে ভিডিও সার্চ এর জন্য বিং অন্যতম। শুরুতে বিং এ সার্চ করলে পয়েন্ট পাওয়া যেত যে পয়েন্ট দিয়ে মাইক্রোসফট স্টোর থেকে প্রোডাক্ট কিনা যেতো।

গুগলঃ গুগল নিয়ে তো আপনারা মোটামোটি সবাই জানেন। আমেরিকার স্টান্ডফরড ভার্সিটির ২ জন ছাত্র গুগল তৈরি করে। শুরুতে গুগলের নাম ছিলো “Backrub”বর্তমানে গুগল হলো এলফাবেট কোম্পানির অধিনে থাকা একটি কোম্পানি। ২০০৬ সালে গু গল ইউটিউব কিনে নেই এবং ভিডিও শেয়ারিং Search ইঞ্জিন ও তাদের করে নেই!!

গুগলের অনেক সফলতা আছে ঠিক কিন্তু সাথে সাথে এর অনেক অসফল প্রজেক্ট ও আছে! ফেসবুক এর সাথে পাল্লা দিতে গুগোল Google+ সোশ্যাল সাইট নিয়ে আসে কিন্তু সেটি সফল হতে পারেনি!! এখন সেটা বন্ধ!!

Yandex : রাশিয়ার নিজেদের সার্চ ইঞ্জিন। অনেকে একে রাশিয়ার গুগল বলে থাকে। আসলেই তেমন কিছু। গুগল যেমন শুধু সার্চ ইঞ্জিনেই সীমাবদ্ধ নেই তেমনি ইয়ান্ডেক্স ও সার্চ ইঞ্জিনের বাইরেও অনেক সার্ভিস দিয়ে থাকে। রাশিয়ার মোট নেট ইউজারের ৪৫% এর বেশি ইউজার ইয়ান্ডেক্স ইউজ করে।

Baidu : আমেরিকার গুগল থাকবে, রাশিয়ার ইয়ানডেক্স থাকবে আর চায়নার সার্চ ইঞ্জিন থাকবে না এটা কেমনে হয়? বাইডু হলো চীনের নিজেদের সার্চ ইঞ্জিন।

সিসি সার্চ ইঞ্জিন: এটি আসলে ক্রিয়েটিভ কমন্স প্রোডাক্ট খুজার সাইট । আপনার কোন কপিরাইট ফ্রি দরকার হলে সিসি সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারেন। এটি বিভিন্ন সাইট খুজে সিসি লাইসেন্স এর অধিনে থাকা পিকচার খুজে আনবে।

SwissCows : যারা নিজেদের প্রাইভেসি নিয়ে সতর্ক থাকতে পছন্দ করেন তাদের জন্য এটি ফ্রেশ একটি সার্চ ইঞ্জিন হতে পারে। সুইস কাউস বা সুইস গরু! তাদের ঘোষণা মতে তারা কোন ডাটা ট্রাক করে না জমা রাখে।

DuckDuckGo : প্রাইভেসির জন্য এটি পরিচিত একটি সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন নিজে গুগল থেকে আপনার জন্য তথ্য খুজে আনলেও গুগলের কাছে আপনার কোন ডাটা দেয় না এবং নিজেও জমা রাখে না। আসতে আসতে ডাক ডাক গো পরিচিতি পাচ্ছে।

আরো পড়ুনঃ 

👉  পারদ থার্মোমিটার কাকে বলে?

👉  পাইরোমিটার কাকে বলে?

👉  মৌলিক ব্যবধান কাকে বলে?

👉  তাপীয় সাম্যাবস্থা কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url