শিক্ষার্থী কাকে বলে? একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শিক্ষার্থী কাকে বলে?

  • যে নিয়মিত লেখাপড়া করে এবং শেখার প্রতি আগ্রহী ও যত্নশীল থাকে তাকে শিক্ষার্থী বলা হয়।

  • ছাত্র বা শিক্ষার্থী হল একজন অধ্যয়নকারী, যিনি শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য অংশগ্রহণ করেন। শিক্ষার্থীর কাজ শুধু জ্ঞানার্জন করাই নয় বরং নিজেকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।

শিক্ষার্থী শব্দের অর্থঃ

ছাত্র, শিক্ষার্থী, কলেজের ছাত্র, ছাত্রবৃত্তিভোগী ব্যক্তি, অধীয়মান, অধ্যয়নকারী, অধ্যেতা, পাঠক, পাঠার্থী, পড়ুয়া, ছাত্রিক।

ছাত্র শব্দের মূল অর্থঃ 

"যে গুরুর দোষ ঢেকে রাখে।" 

সংস্কৃত ব্যাকরণ মতে ছাত্র এর নারীবাচক রুপ "ছাত্রী"। 

অথ্যাৎ, ছাত্রী বলতে বোঝায় ছাত্রের স্ত্রী বা স্ত্রী লিঙ্গরুপ।


একজন আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য

  • শিক্ষকের আদেশ-নিষেধ মেনে চলা।
  • সুশৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হওয়া।
  • শেখার প্রতি উৎসাহী হওয়া ও সর্বদা শিক্ষকের সাহচর্যে থাকার চেষ্টা করা।
  • সবকিছু বুঝে শুনে পড়া, না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।
  • শিক্ষক শ্রেণিকক্ষে যা পাঠদান করবেন তা লিখে নেওয়া।
  • জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীলতা পরিহার করা।
  • সাক্ষাৎ হলে বিনয়ের সাথে সালাম দিয়ে তাদের খোজ-খবর নেওয়া।
  • শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা।
  • সব সময় শিক্ষকগণের সাথে নম্র,ভদ্র ও উত্তম আচরণ করা।
  • শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করা।
  • শরীর ও পোশাক-পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা।
  • শ্রেণিকক্ষে বা অন্য কোথাও শিক্ষকের সাথে দেখা হলে সাথে সাথে দাড়িয়ে সম্মান করা।
  • অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাইরে যাওয়া।
  • জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।
  • শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা।
  • কোনো অবস্থাতেই কারো সাথে অভদ্র আচরণ না করা।
  • সর্বাবস্থায় শিক্ষকের কল্যাণ কামনা করা ও মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা।
  • প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা।
  • পরের দিনের পড়া পূর্বের দিন দেখে ক্লাসে যাওয়া।
  • সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা।
  • নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url