ক্ষার কাকে বলে?

ক্ষার কাকে বলে?

যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাকেই ক্ষার বলে। অর্থাৎ ক্ষার একটি ক্ষারীয় ধাতু বা ক্ষারীয় ধাতব ধাতুর উপাদানগুলির একটি মৌলিক হাইড্রোক্সাইড বা আয়নিক লবণ, যা পানিতে দ্রবণীয়।

উদাহরণস্বরূপ, 

সোডিয়াম হাইড্রোক্সাইড = NaOH
পটাসিয়াম হাইড্রোক্সাইড = KOH
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড = Ca(OH)2
ক্যালসিয়াম কার্বনেট = CaCO3 এবং 

ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড = Mg(OH)2 ইত্যাদি।


আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url