ব্রেক কি? গাড়ির গতি নিয়ন্ত্রণে এর ভূমিকা আলোচনা কর।

ব্রেক হচ্ছে এমন এক ব্যবস্থা যা ঘর্ষণের পরিমাণ বৃদ্ধি করে গাড়ির গতি তথা চাকার ঘূর্ণনকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে যানবাহনকে নির্দিষ্ট স্থানে থামানো সম্ভব হয়। যখন গাড়ির চালক ব্রেক প্রয়োগ করেন, তখন এসবেস্টসের তৈরি সু বা প্যাড চাকায় অবস্থিত ধাতব চাকতিকে ধাক্কা দেয়। প্যাড ও চাকতির মধ্যবর্তী ঘর্ষণ চাকার গতিকে কমিয়ে দেয়। ফলে গাড়ির বেগ হ্রাস পায়। এভাবে গাড়ির বেগ হ্রাস করে তথা মন্দন সৃষ্টি করে গাড়িকে নির্দিষ্ট স্থানে থামাতে ব্রেক বড় ভূমিকা পালন করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url