পূর্ণ সংখ্যা কাকে বলে?

পূর্ণ সংখ্যা কাকে বলে?

শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখন্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়। অর্থাৎ ........., -3, -2, -1, 0, 1, 2, 3, .............. ইত্যাদি পূর্ণসংখ্যা।
  • শূন্য ছাড়া বাকি স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় ধনাত্মক পূর্ণসংখ্যা (Positive Integers)। 

  • প্রত্যেক ধনাত্মক পূর্ণসংখ্যার একটি এবং একটিমাত্র ঋণাত্মক বিপরীত সংখ্যা পাওয়া যায় যাতে করে এই দুই সংখ্যার (ধনাত্মক এবং ঋণাত্মক) যোগফল হয় শূন্য। ধনাত্মক পূর্ণসংখ্যাগুলির ঋণাত্মক বিপরীতগুলিকে বলা হয় ঋণাত্মক পূর্ণসংখ্যা (Negative Integer)
  • ধনাত্মক পূর্ণসংখ্যা, ঋণাত্মক পূর্ণসংখ্যা, এবং শূন্য, এই তিনরকম ধরনের সংখ্যাগুলিকে সবমিলিয়ে বলা হয় পূর্ণসংখ্যা।
  • সকল পূর্ণসংখ্যার সেটকে Z(ইউনিকোড U+২১২৪) চিহ্ন দিয়ে নির্দেশ করা হয়। জার্মান ভাষায় জাহলান (Zahlen) শব্দের অর্থ সংখ্যা যা থেকে চিহ্নটি এসেছে।

ভিডিও ক্লাসঃ পূর্ণ সংখ্যা কাকে বলে?

আরো পড়ুনঃ

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২০ মে, ২০২১ এ ২:২৫ AM

    Sir pls. Correct ur information....
    পূর্ণ সংখ্যা means whole number
    Not integer

Add Comment
comment url