দ্রবণ কাকে বলে? দ্রব কাকে বলে? দ্রাবক কাকে বলে? জলীয় দ্রবণ কাকে বলে?

দ্রবণ কাকে বলে?

দুই বা ততোধিক বস্তুর এমন একটি সমসত্ত্ব মিশ্রণ যাতে বস্তুসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে তাকে দ্রবণ বলে।


দ্রব কাকে বলে?

দ্রবণে যে পদার্থ অপেক্ষাকৃত কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে।


দ্রাবক কাকে বলে?

দ্রবণে যে পদার্থ অধিক পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে।


জলীয় দ্রবণ কাকে বলে?

দ্রব ও দ্রাবক মিশ্রিত করে দ্রবণ প্রস্তুত করা হয়। দ্রবণ প্রস্তুতের সময় বিভিন্ন তরল পদার্থ যেমন - পানি, অ্যালকোহল, এসিড ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র দ্রাবক হিসেবে পানির তৈরি দ্রবণকে জলীয় দ্রবণ বলে।

Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ২৮ নভেম্বর, ২০২৩ এ ১১:১২ AM

    Very helpful

Add Comment
comment url