যৌগমূলক কাকে বলে? যৌগমূলকের নাম ও যৌগমূলকের সংকেত

যৌগমূলক কাকে বলে?

অনেক সময় দুই বা ততোধিক মৌলের একাধিক পরমাণু একত্রে সংযুক্ত হয়ে একটি দল বা গ্রুপ গঠন করে যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের সময় অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করে। এই রকম পরমাণু দলকে বা জোটকে যৌগমূলক বা মূলক বলে।

যৌগমূলকের ছকঃ

 যৌগমূলকের নাম    যৌগমূলকের সংকেত  আধান  যোজ্যতা 
অ্যামোনিয়া  NH4+  +1 1
ফসফোনিয়াম  PH4+ +1 1
হাইড্রোক্সাইড  OH- -1 1
কার্বনেট  CO32- -2 2
সালফেট  SO42- -2 2
 সালফাইট  SO32- -22
 নাইট্রেট  NO3--11
 নাইট্রাইট  NO2--1 1
ফসফেট  PO43--33
 হাইড্রোজেন কার্বনেট  HCO3- -11

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url