গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক বিদ্যুৎ অপরিবাহী কেন?

গ্রাফাইট অণুর গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায়, গ্রাফাইট অণুর গঠনে প্রতিটি কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে প্রতিটি কার্বনে 1টি করে মুক্ত ইলেকট্রন থাকে। কার্বন পরমাণুতে বিদ্যমান মুক্ত ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে বলে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী।

অপরদিকে, হীরকের গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায়, এর প্রতিটি কার্বন পরমাণু অপর 4 টি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। ফলে এতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url