সমযোজী যৌগসমূহ নিম্ন গলনাংক ও স্ফূটনাংক বিশিষ্ট হয় কেন?

 সমযোজী যৌগ সাধারণত নিম্ন গলনাংক ও স্ফূটনাংক বিশিষ্ট। সমযোজী বন্ধনও শক্তিশালী। কিন্তু সমযোজী যৌগের অণুসমূহ একে অন্যের সাথে দুর্বল ভ্যান্ডার ওয়ালস শক্তি দ্বারা আকৃষ্ট থাকে। কোনো সমযোজী বস্তু কঠিন অবস্থা হতে তরল বা বায়বীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার সময় কেবল এই ভ্যান্ডার ওয়ালস শক্তিকে ছিন্ন করতে হয়। এ কারণে কম তাপমাত্রাতেই সমযোজী যৌগের অণুসমূহ কম্পন দ্বারা যে শক্তি অর্জন করে, তাতেই অণুসমূহ আন্তঃআণবিক শক্তি ছিন্ন করে মুক্তভাবে চলাচল করতে সক্ষম হয়। অর্থাৎ এদের গলনাংক ও স্ফূটনাংক কম হয়। যেমন - মিথেনের গলনাংক -183°C এবং স্ফূটনাংক -162°C।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url