পরমাণু কাকে বলে?

পরমাণু কাকে বলে?

  • মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এরা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠন করে। 

  • মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। যেমন - কার্বন পরমাণুতে কার্বনের কার্বনের ধর্ম বিদ্যমান।


একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে।

আর ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থের অণু গঠন করে।

সমস্ত কঠিন, তরল, গ্যাস এবং আয়ন - এর গঠনের মূলে রয়েছে নিস্তরিত বা আধানগ্রস্থ পরমাণু। পরমাণুর আকার খুবই ক্ষুদ্র। সাধারণত এরা দৈর্ঘ্যে ১০০ পিকোমিটার। ( ১ পিকোমিটার = ১০-১২ মিটার)
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ১২ মার্চ, ২০২১ এ ৭:৫৩ PM

    H কে পরমাণু নির্দেশ করা হয় কে??

Add Comment
comment url