বিকৃতি কাকে বলে? বিকৃতির প্রকারভেদ | দৈর্ঘ্য বিকৃতি | আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতি | আয়তন বিকৃতি

বিকৃতি কাকে বলে?

বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি (Strain) বলে।

আমরা জানি, কোন স্থিতিস্থাপক বস্তুর উপর বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য, আকার বা আকৃতি, আয়তন ইত্যাদির পরিবর্তন ঘটে। বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তু একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।

বিকৃতির প্রকারভেদ

বিকৃতি তিন প্রকার। যথা -

১) দৈর্ঘ্য বিকৃতি

২) আকার বিকৃতি এবং 

৩) আয়তন বিকৃতি।


১) দৈর্ঘ্য বিকৃতিঃ বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তবে তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। একক দৈর্ঘ্যের পরিবর্তন দ্বারা বস্তুর দৈর্ঘ্য বিকৃতি পরিমাপ করা হয়।

২) আকার বিকৃতি বা কৃন্তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি কোন বস্তুর আকারের পরিবর্তন ঘটে, তবে তাকে আকার বিকৃতি বলে। আকার পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতি দ্বারা আকার বিকৃতি পরিমাপ করা হয়।

৩) আয়তন বিকৃতিঃ বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে তবে আয়তন বিকৃতি বলে এবং একক আয়তনের আয়তন পরিবর্তন দ্বারা আয়তন বিকৃতি পরিমাপ করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url