ঈমান কাকে বলে?

ঈমান কাকে বলে?

ইসলামি শরিয়তের পরিভাষায়, ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

ঈমান অর্থ বিশ্বাস। ইসলামি শরীয়তের সকল বিষয়গুলো মনেপ্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও মনে চলা বা কাজে প্রকাশ করার নাম ঈমান।

এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, তার প্রেরিত কিতাবসমূহ, নবী রাসুলগণ, ফেরেশতাগণ, মৃত্যু, কিয়ামত ও আখিরাত এবং তকদীর এর উপর বিশ্বাস করার নাম ঈমান।

ঈমান মূলত ছয়টি বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। সেগুলো হলো -

১) আল্লাহ

২) ফেরেশতা

৩) আসমানী কিতাব

৪) নবী-রাসুল

৫) শেষ দিবস ও পুনরুত্থান এবং 

৬) ভাগ্যের ভাল-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।

আরো  পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url