হাঁটার সময় আমরা মাটির ভেতরে ঢুকে যাই না কেন?

মাটির প্রতিক্রিয়া বলের কারণে আমরা মাটির ভেতর ঢুকে যাই না। আমরা মাটির ওপর দিয়ে যখন হাঁটি তখন মাটিতে বল প্রয়োগ করি। এ প্রয়োগের কারণে মাটির ভেতর ঢুকে যাওয়ার কথা কিন্তু মাটি ্এ সময় আমাদের ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী হওয়ায় আমরা মাটির ভেতর ঢুকে যাই না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url