স্থিতি ঘর্ষণ কাকে বলে?

স্থিতি ঘর্ষণ কাকে বলে?

পরস্পরের সংস্পর্শে থেকে একটি বস্তু যতক্ষণ অপরটির ওপর স্থির থাকে, ততক্ষণ তাদের মিলনতলে যে ঘর্ষণ ক্রিয়া করে, তাকে স্থিতি ঘর্ষণ বলে।

অথবা,

কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন একতল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে।

সীমাস্থ ঘর্ষণ কাকে বলে?

স্থিতি ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url